গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে ক্ষমতায় থাকা যাবে না: মান্না

  29-02-2020 02:42PM

পিএনএস ডেস্ক : কোনোভাবেই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো যাবে না বলে সতর্ক করে দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘যদি এগুলো করে থাকেন, তাহলে ক্ষমতায় থাকা যাবে না। এমনিতেই আপনাদের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই।

কারণ ভোটের মাধ্যমে আপনারা ক্ষমতায় আসেননি, ডাকাতি করে এসেছেন। এখন যদি মনে করেন জোর করে ক্ষমতায় থাকবেন তাহলে জনগণ বলতে বাধ্য, আমরা তোমাদের চাই না।’

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘এই সরকার দেশের ভেতরে যাদের ওপর নির্ভর করতো তারা কেউই নেই। বিদেশে যাদের ওপর নির্ভর করতো,তারাও কেউ নেই। যেনতেনভাবে তাদের সমর্থন দেখানোর জন্য তারা সবরকম অপচেষ্টা চালাচ্ছে। আমরা দেখছি প্রতিবেশী দেশ অশান্ত। দিল্লির দাঙ্গার খবর আপনারা পত্রিকা দেখেছেন। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা দাঙ্গাকারীদের সমর্থক না, তাদের বিরুদ্ধে।’

ভারতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমরা বলতে পারি ভারতের মাটিতে অন্য ধর্মেরও মানুষদের প্রতি যদি নির্যাতন হয়, তাদের উপাসনালয়ে ভাঙা হয় তবে সেটার প্রতিবাদ করার ক্ষমতা আমরা রাখি। আমাদের সরকারের মন্ত্রীরা চামচা। কিছু হলে তারা বলেন, ওটা তো ভারতের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু সবই অভ্যন্তরীণ ব্যাপার নয়। তাহলে জাতিসংঘ কেন প্রস্তাব দেয় আপনারা দুই দেশ বসে এটা সমাধান করুন। তারা কেন বলে, এখন গান্ধীর মতো মানুষ দরকার।’

তিনি আরও বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, আমরা বন্ধুত্ব চাই, কোনও নিগ্রহ চাই না। ধর্মের নামে খুনোখুনি আমরা কখনও পছন্দ করতে পারি না। এ বিষয়ে আমাদের সরকারের ভূমিকা থাকার কথা ছিল। কিন্ত তারা নীরব।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন