চিকিৎসা দিতে বাধ্যতামূলক নির্দেশনা বাতিল

  26-03-2020 03:01PM

পিএনএস ডেস্ক : সাধারণ রোগীর চিকিৎসা সেবা দিতে বাধ্যতামূলক নির্দেশনা বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল বুধবার এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনেও উপসচিব রোকেয়া খাতুনের স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়, সাধারণ রোগীর চিকিৎসা সেবায় অস্বীকৃতি প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ বিষয়ে বিষয়ক পত্র বাতিল করা হয়েছে।

এর আগে গতকাল এক প্রজ্ঞাপনে ''সাধারণ রোগীর চিকিৎসা সেবায় অস্বীকৃতি প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ'' বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বাতিল, লাইসেন্স বাতিলসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল।

সেই প্রজ্ঞাপনের বিরুদ্ধে একই দিন (২৫ মার্চ) প্রতিবাদলিপি দিয়েছিল বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপন পরে বাতিল করা হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন