মালিবাগে পড়ে থাকা যুবকের লাশ কেউ ধরছে না, ঘটনাস্থলে পুলিশ-সেনাবাহিনী

  26-03-2020 09:33PM

পিএনএস ডেস্ক : রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ার একটি বাসায় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। কিন্তু করোনা ভাইরাসে আক্তান্ত সন্দেহে কেউই লাশের কাছে যাচ্ছেন না। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। সেনাবাহিনীকেও খবর দেয়া হয়েছে। নিহতের নাম আয়াত রাজু (৩৪)। পেশায় তিনি হোটেলের বাবুর্চি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে মালিবাগের ৩৮-বি চৌধুরী পাড়ার বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।

নিহতের ভাগিনা ইমন জামান, রাজু মামা গতকাল হোটেলের কাজ শেষে বাসায় আসে। পেটে ব্যথা ও বমি হওয়ার পর মামিকে ফোন করে জানালে মামি ঘুমাতে বলে। এরপর আজ মামাকে ফোন দিলে ফোন রিসিভ না করায় মামার বাসায় এসে দরজা ভেঙে লাশ দেখতে পাই।

এলাকাবাসীর ধারণা, তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই তার লাশ কেউ ধরছে না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

জানতে চাইলে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, মালিবাগের বাসা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা অনেকে বলছেন, করোনার মৃত্যু। কিন্তু প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যুই মনে হচ্ছে। তার পরিবারে সদস্যদের খবর দেওয়া হয়েছে।-ব্রেকিংনিউজ

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন