২ দিনে ঢাকা ছেড়েছেন ৩৬৪ বিদেশি

  27-03-2020 02:33AM

পিএনএস ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রার্দুভাব ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে গত দুই দিনে ঢাকা ছেড়ে গেছেন ৩৬৪ জন বিদেশি নাগরিক। এর মধ্যে ২২৫ জন মালয়েশিয়া ও ১৩৯ জন ভুটানের নাগরিক। এদের বেশিরভাগ দুই দেশের ঢাকাস্থ দূতাবাসের কর্মী ছিলেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং এপিবিএন পুলিশ এ তথ্য জানায়।

বিমান বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশীয় নাগরিকরা ঢাকা ত্যাগ করেন। ওই ফ্লাইটে মালয়েশীয় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ দেশটির মোট ২২৫ জন নাগরিক ছিলেন।

এছাড়া বৃহস্পতিবার সকালে দ্রুকের দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ভুটানের ১৩৯ জন নাগরিক। ওই দুটি ফ্লাইটে ঢাকাস্থ ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরা ছিলেন।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন