সাত দিনে হাসপাতাল তৈরি করছে আকিজ গ্রুপ

  28-03-2020 12:31AM

পিএনএস ডেস্ক: নিজ দেশে যখন করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করে তখন মাত্র ১০ দিনে হাসপাতাল নির্মাণ করে বিশ্বকে চমকে দেয় চীন। এবার চীনের মতো বাংলাদেশেও হাসপাতাল তৈরি করবে আকিজ গ্রুপ।

দেশের অন্যতম শীর্ষ করপোরেট প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন সাংবাদিকদের একথা জানান। রাজধানীর তেজগাঁওয়ে অস্থায়ী এ হাসপাতালটি তৈরি করছেন তিনি।

শেখ বশির উদ্দিন নিজ উদ্যোগে তেজগাঁওয়ে দুই বিঘা জমিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো করে করোনা চিকিৎসার জন্য একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করছেন।

জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালটির নির্মাণ শেষ হবে। সেই সঙ্গে পরবর্তী এক সপ্তাহের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বসানো হবে। এরপর বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হবে। বশির উদ্দিনকে এ কাজে সহায়তা দিচ্ছেন দুজন স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসক।

শেখ বশির উদ্দিন বলেন, ‘হাসপতাল নির্মাণে কাজ করছি। খুবই ব্যস্ত সময় পার করছি। দেশের এ ক্রান্তিকালে কথা বলার চেয়ে কাজ করা বেশি উত্তম। তাই আগে কাজটা শেষ করতে চাই। সবার সহযোগিতা চাই।’

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন