মগবাজারে মসজিদের ইমাম করোনায় আক্রান্ত, বাসা লকডাউন

  09-04-2020 12:44PM

পিএনএস ডেস্ক: রাজধানীর মগবাজারের একটি মসজিদের ইমামের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তিনি যে বাসায় থাকতেন, সেই বাসাটি ইতোমধ্যে লকডাউন করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল) রাতে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জহুরুল ইসলাম বলেন, চিকিৎসার জন্য ওই ইমামকে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সংক্রমিত ব্যক্তির বাসা লকডাউনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, মগবাজার এলাকায় থাকতেন ওই ব্যক্তি। রাজধানীর অন্য একটি এলাকার মসজিদে ইমামতি করতেন তিনি। বুধবার বিকেলে পরীক্ষায় জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এসময় তাকে অ্যাম্বুলেন্সে করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন