ঈদ ছুটি ও সাপ্তাহিক বন্ধের দিনে করোনা পরীক্ষার ল্যাব খোলা

  23-05-2020 12:15AM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাস পরীক্ষার জন্য ঈদ ও সরকারি যে কোনো ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনে দেশের সকল পিসিআর ল্যাব চালু রাখার সিদ্ধান্ত নিয়ে সরকার।

গত ১৯ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-১ অধিশাখার উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমান কোভিড পরিস্থিতি বিবেচনা করে ঈদের ছুটি, সরকারি যে কোনো ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনে করোনাভাইরাস পরীক্ষার জন্য দেশের সকল পিসিআর লাবরেটরিতে কাজ অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে ঈদের ছুটি, সরকারি যে কোনো ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনেও যাতে নমুনা সংগ্রহ, নমুনা ল্যাবরেটরিতে পাঠানো এবং পরীক্ষার ব্যবস্থা অব্যাহত থাকে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো ওই চিঠিতে অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পাশাপাশি চিঠির অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ও স্বাস্থ্য সেবা বিভাগের মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন