ঢাকাসহ সারাদেশে করোনায় আক্রান্ত ৩ হাজার ৩৫১ পুলিশ সদস্য

  23-05-2020 05:06PM

পিএনএস ডেস্ক :প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে ঢাকাসহ সারাদেশে এখন পর্যন্ত ৩ হাজার ৩৫১ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। আর এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ জন পুলিশ সদস্য।

শনিবার (২৩ মে) পুলিশের বিভিন্ন দফতর থেকে পাওয়া তথ্যানুযায়ী, শুধু ঢাকা মহানগর পুলিশেই আক্রান্ত ১ হাজার ২৯১ পুলিশ সদস্য। আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের সদস্যই বেশি।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা গণমাধ্যমকে বলেন, মাঠে নিয়োজিত সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি জানানো হচ্ছে।

সিনিয়র অফিসাররাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে এসব নিয়ে কথা বলছেন। সুরক্ষাসামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

এদিকে করোনায় পুলিশে এখন পর্যন্ত সর্বশেষ মৃত্যু হয়েছে নেকাব্বর হোসেন (৪৫) নামে পুলিশের এক সদস্যের। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন