করোনাক্রান্ত হয়ে এই প্রথম পুলিশ পরিদর্শকের মৃত্যু

  24-05-2020 01:41PM


পিএনএস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজু আহম্মেদ। এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো পরিদর্শক মারা গেলেন।

রবিবার সকাল সাড়ে ১০ টায় তিনি মারা যান। এ নিয়ে দেশে পুলিশের ১৩ সদস্য করোনায় মারা গেলেন।

এ তথ্যটি নিশ্চিত করেছেন রাজারবাগ পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। তিনি জানান, চলতি মাসের ২ তারিখ তিনি অসুস্থ হয়ে করোনা পরীক্ষা করান। পরদিন টেস্টে পজিটিভ ধরা পড়ে। ৪ মে ভর্তি করা হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে। ওইদিনই তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে নেয়া হয় আইসিইউতে। এতদিন তিনি আইসিইউতে ছিলেন।

তিনি আরও জানান, আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গ্রামের বাড়ি চাঁদপুর হলেও তিনি ও তার পরিবার দীর্ঘদিন যাবত যাত্রাবাড়ীতে বসবাস করে আসছেন। পরিদর্শক রাজু আহম্মেদের মৃত্যুতে যাত্রাবাড়ীর অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিদর্শক রাজু আহম্মেদের কর্মস্থল ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম ইউনিটে। এ নিয়ে পুলিশের ১৩ সদস্য করোনাভাইরাসে মারা গেলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন