মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ ৪ চিকিৎসক বদলি

  24-05-2020 07:16PM

পিএনএস ডেস্ক : সরকার নির্ধারিত কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নিয়োজিত রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। ২৬ এপ্রিল মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক শহিদ মো. সাদিকুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এবার বদলি করা হয়েছে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষকে।

সর্বশেষ বদলি হওয়া চিকিৎসকরা হলেন মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত পরিচালক শাহ গোলাম নবী, নাক-কান-গলা বিভাগের প্রধান মনিলাল আইচ লিটু, কোভিড-১৯ চিকিৎসার ফোকাল পারসন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান এবং চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক মোত্তালিব হোসেন।

পাঁচ শ শয্যার মুগদা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক মো. আবুল হাসেম শেখকে কলেজের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। চিকিৎসকদের বদলির কারণ প্রসঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান গণমাধ্যমকে বলেন, প্রশাসনিক কারণে তাদেরকে বদলি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শাহ গোলাম নবী বলেন, শনিবার বদলির আদেশ পেয়েছি। এখন ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে আছি।

আরেক চিকিৎসক মনিলাল আইচ লিটু জানান, তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। শনিবারই চারজনের বদলির খবর জেনেছি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন