কেমন আবহাওয়ায় কাটবে ঈদের দিন?

  24-05-2020 07:35PM

পিএনএস ডেস্ক : সোমবার (২৫ মে) মুসলিম সম্প্রদায়ের অন্যতম উৎসব পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর দুয়ারে এলো খুশির ঈদ। আবহাওয়া কার্যালয় বলছে, কালকের আবহাওয়া কোনোভাবেই মনকে ভারি করবে না। বরং বেশ সুন্দর যাবে ঈদের দিনটি। গরমও যে বেশি পড়বে তাও না। সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকায় সকালের পর হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, কালকের আবহাওয়া কোনোভাবেই মনকে ভারি করবে না। বরং বেশ সুন্দর যাবে ঈদের দিনটি। গরমও যে বেশি পড়বে তাও না। সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকায় সকালের পর হালকা বৃষ্টি হতে পারে।

‘আর সারাদেশের কথা বলতে গেলে, টাঙ্গাইল, কুমিল্লা অঞ্চল এবং ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্যত্র অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।’

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বলেন, ‘আগামীকাল ঈদের দিন রাজধানীতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ঢাকা তো আর কম বড় না। এটা হতে পারে। সার্বিকভাবে ঈদের জামায়াতের কোনো সমস্যা হবে বলে মনে হয় না। বেশিরভাগ জায়গায় আকাশ মেঘলা থাকবে।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন