রাজধানীতে তীব্র ঝড়-বৃষ্টিতে গাছ উপড়ে রাস্তা বন্ধ

  27-05-2020 10:39AM


পিএনএস ডেস্ক: রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত এবং বুধবার ভোরে তীব্র গতিতে ঝড় আঘাত হানে। ফলে বড় বড় গাছ উপড়ে নগরীর বেশ কয়েকটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার সকাল সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঝড় না থাকলেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

ভোরে হঠাৎ শুরু হওয়া ঝড়ে হাইকোর্ট, মিন্টোরোড, নগর ভবন, তেঁজগাও প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের সড়কে গাছ উপড়ে পড়ে। তবে ঝড় থেমে যাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের রেসকিউ টিম সড়ক থেকে গাছগুলো অপসারণ করেন।

রাতভর বৃষ্টিতে নাকাল রাজধানীবাসীকে ভোর বেলায় আবারও পড়তে হয় ঝড়ো হওয়া ও বৃষ্টির কবলে। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে তৈরি হয় জলজট।

আবহাওয়া অফিস বলছে, রাতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬৩ মিলিমিটার।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন