মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় যাত্রীদের ঢল

  29-05-2020 04:24PM

পিএনএস ডেস্ক: মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের ঢল মেনেছে। করোনা পরিস্থিতিতেও কেউ মানছেন না সামাজিক দূরত্ব।

লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চাপ বেড়েছে ফেরিতে। এদিকে পদ্মায় পানি বৃদ্ধির কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

মাদারীপুরের এএসপি মো. মনিরুজ্জামান ফকির জানান, শুক্রবার ভোর থেকেই দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন যোগে কাঁঠালবাড়ি ঘাটে আসছেন।

পরে পাড়ি দিচ্ছেন সাত কিলোমিটারের এই নৌরুট। কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে ফেরিতে। ঘাটের উভয়পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ’ ছোট, বড় যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি কাজ করছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

এদিকে পদ্মায় পানি বাড়ার কারণে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ১৭টি ফেরির মধ্যে চলাচল করছে ১২ থেকে ১৪টি ফেরি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন