কাতার প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার

  31-05-2020 09:10PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসের করোনার কারণে চাকরি হারিয়ে বিপাকে পড়েছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। খাদ্যেসঙ্কটের এই সময়ে সহযোগিতা করে যাচ্ছেন বিভিন্ন সংগঠন। তবে এবার প্রবাসীদের জন্য ৩৫ লাখ টাকার বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার পাচ্ছে তারা।

দূতাবাসের কাছে সাহায্যপ্রার্থী কর্মহীনদের বাসায় গিয়ে পৌঁছিয়ে দিচ্ছেন শ্রম কাউন্সিলর। আর এমন উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন কমিউনিটি নেতারা। করোনা পরিস্থিতিতে দূতাবাসের সাহায্য ও দূতাবাস কর্মকর্তাদের কাছে পেয়ে খুশি প্রবাসীরা।

কমিউনিটির নেতা কাতার গোপালগঞ্জ সমিতির সভাপতি হাসিবুর রহমান কাজ হারানো কর্মহীন প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ কমিউনিটি ও দূতাবাসকে ধন্যবাদ জানান।

কাতার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, দেশটির জন্য দুই কিস্তিতে কর্মহীন প্রবাসীদের মাঝে উপহার বিতরণ করে যাচ্ছেন তারা।

প্রসঙ্গত, কাতারে ৫০০ জনের বেশি বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ছোট দেশ হিসেবে এত বেশি আক্রান্ত হওয়ায় প্রবাসীরা আতঙ্কে দিন পার করছে। আর অনেকেই হারিয়েছে চাকরি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন