এমপি মিতার স্বামীর করোনা পজেটিভ

  01-06-2020 09:47PM

পিএনএস ডেস্ক : জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য ও যুব মহিলা লীগের সহ-সভাপতি আদিবা আনজুম মিতার স্বামী ডা. মেসবাহুল করিম রুবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের রেসপেরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক।

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর সান্নিধ্যে থাকাবস্থায় তিনি করোনাভাইরাস আক্রান্ত হন বলে জানিয়েছেন তার স্ত্রী সরকারদলীয় এমপি আদিবা আনজুম মিতা।

এমপি মিতা জানান, গত ২৩ মে তার স্বামীর নমুনা সংগ্রহ করা হয়। ২৭ মে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জানানো হয়, ডা. মেসবাহুল করিম রুবেল করোনাভাইরাস টেস্টের রিপোর্ট এসেছে পজিটিভ। ওই দিন থেকেই তিনি বাসায় আলাদা থাকা শুরু করেন। ইতোমধ্যে ডা. রুবেলকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক স্বামী আক্রান্ত হওয়ার পর এমপি আদিবা আনজুম মিতার পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মিতাসহ পরিবারের সদস্যরা করোনাভাইরাস টেস্ট করেছেন। অবশ্য তাদের সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে ৬৭২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মোট ৪৯ হাজার ৫৩৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন