করোনায় ৩ মাসে ৪ বাংলাদেশিসহ ১২৭ সাংবাদিকের মৃত্যু: পিইসি

  03-06-2020 03:50PM

পিএনএস ডেস্ক : মানুষকে তথ্য জানানোর কাজে নিয়োজিত থাকতে গিয়ে গত তিন মাসে নভেল করোনাভাইরাসে ৩১ দেশের মোট ১২৭ সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেনেভা-ভিত্তিক এনজিও প্রেস এম্বলেম ক্যাম্পেইন (পিইসি)। এর মধ্যে বাংলাদেশি ৪ জন।

‘গণমাধ্যম কর্মীরা নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন,’ মন্তব্য করে পিইসি মহাসচিব ব্লেইস লেম্পেন বিবৃতিতে বলেছেন, ‘সাংবাদিকদের মহামারীর তথ্য জানানোর কাজে নিয়োজিত থাকতে হচ্ছে।’

‘মৃতদের অনেকে পেশাগত দায়িত্ব পালনের সময় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা পাননি।’

এনজিওটি মার্চের ১ তারিখ থেকে ৩১ মে পর্যন্ত সময় হিসাব করেছে। তাদের তথ্য অনুযায়ী, মৃতদের দুই তৃতীয়াংশ দায়িত্বরত অবস্থায় আক্রান্ত হন। এর মধ্যে শুধু মে মাসেই মারা গেছেন ৭২ জন।

পিইসি ৪ বাংলাদেশি সাংবাদিকের মৃত্যুর খবর দিলেও দেশিয় সাংবাদিকদের একটি ফেইসবুক গ্রুপের হিসাব অনুযায়ী, ২ জুন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর ‘আমাদের গণমাধ্যম-আমাদের অধিকার’ নামের ওই গ্রুপ থেকে প্রতিনিয়ত সাংবাদিকদের ব্যাপারে আপডেট দেয়া হচ্ছে। তাদের হিসাব অনুযায়ী, বাংলাদেশে ২৩৮ জন সাংবাদিক এখন পর্যন্ত কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৪ জন।

পিইসির হিসাব অনুযায়ী, লাতিন আমেরিকায় সবচেয়ে বেশি সাংবাদিক নতুন এই রোগে মারা গেছেন, ৬২ জন। ইউরোপে ২৩ জন, এশিয়ায় ১৭ জন, উত্তর আমেরিকায় ১৩ জন এবং আফ্রিকায় ১২ জন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন