বুড়িগঙ্গায় ৫০ যাত্রী নিয়ে লঞ্চ ডুবি, উদ্ধারকাজ চলছে

  29-06-2020 11:25AM

পিএনএস ডেস্ক: রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ৫০ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। লঞ্চটির উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে। তবে নিখোঁজদের উদ্ধারে এরইমধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

জানা গেছে, সোমবার সকালে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি কমপক্ষে ৫০ জন যাত্রী নিয়ে ডুবে যায়।

স্থানীয়রা জানান, সকাল নয়টার দিকে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দুই তলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

এ ঘটনায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো যাত্রীকে উদ্ধার বা হতাহতের খবর পাওয়া যায়নি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন