ঘটনাস্থলে আসেনি উদ্ধারকারী জাহাজ, আটকে গেছে পোস্তগোলা ব্রিজে

  29-06-2020 05:17PM

পিএনএস ডেস্ক: রাজধানীর শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে সোমবার (২৯ জুন) সকাল ৯টায় লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে বিকেল হলেও এখনও ঘটনাস্থলে এসে পৌঁছেনি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এটি ঘটনাস্থলে আসার পথে পোস্তগোলা ব্রিজের নিচে আটকে গেছে।

সংশ্লিষ্টরা জানান, নদীর পানির উচ্চতা বেশি হওয়ায় জাহাজটি আসতে পারছে না।

এর আগে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩৬ জনের লাশ। এদের মধ্যে ২৬ জন পুরুষ, ৭ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। উদ্ধার কাজ এখনও চলেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন