জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গেলেন ডা. আবদুল্লাহ

  29-06-2020 08:45PM

পিএনএস ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গিয়েছিলেন বিশিষ্ট চিকিৎসক এ বি এম আবদুল্লাহ । তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক মোহাম্মদ শওকত আলী আরমানের বরাত দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম জানান, আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ডা. এ বি এম আবদুল্লাহ গণস্বাস্থ্য নগর হাসপাতালে যান। এ সময় তিনি জাফরুল্লাহর শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজখবর নেন।

জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সম্পর্কে এ বি এম আবদুল্লাহ নিয়মিত খোঁজ নেবেন বলে শওকত আলীকে জানান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৯ মে থেকে জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখন করোনামুক্ত। তবে শারীরিকভাবে এখনো পুরোপুরি সুস্থ নন।

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়, জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক মামুন মোস্তাফী ও অধ্যাপক নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন