মারা গেলেন সেই ‘গেদু চাচা’

  29-06-2020 09:39PM

পিএনএস ডেস্ক : মুক্তিযোদ্ধা ও আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদক খোন্দকার মোজাম্মেল হক (গেদু চাচা) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

সোমবার বিকেল ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

এর আগে খোন্দকার মোজামেল হক শনিবার রাতে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

‘গেদুচাচার খোলা চিঠি’ নামে কলাম লিখে তিনি সাধারণ মানুষের মুখপাত্র হয়ে ওঠেন। তার সম্পাদিত সাপ্তাহিক আজকের সূর্যোদয় ৩০ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে।

খোন্দকার মোজামেল হক পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি চট্টগ্রাম বিভাগ সংবাদিক ফোরাম ঢাকার সভাপতি, ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিইও, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন