আম্ফানে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের পাশে ওর্য়াল্ড ফিশ বাংলাদেশ

  02-07-2020 06:06PM

পিএনএস ডেস্ক : ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ৪২৬টি মৎস্যজীবী পরিবারের জন্য ২৪ লাখ ৬০ হাজার টাকার মানবিক সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে ওর্য়াল্ড ফিশ বাংলাদেশ।

ওর্য়াল্ড ফিশ বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইউএসএআইডির অর্থায়নে সংস্থার ইকোফিশ-২ প্রকল্পের আওতায় উখিয়া, মহেশখালী, টেকনাফ ও কক্সবাজার সদর উপজেলার ২০০টি পরিবারের মধ্যে ছাগল, ভেড়া, হাঁস, মুরগি এবং শাক সবজির বীজ বিতরণ এবং ৪৪টি মাছ ধরার নৌকা পুনর্নির্মাণে সহায়তা করা হয়েছে।

ওয়ার্ল্ডফিশ কক্সবাজারের ফিশারি ল্যান্ডিং সেন্টারে কর্মরত ৫০ জন মৎস্য শ্রমিকের মাঝে নগদ ২৫ হাজার টাকা এবং ৭ জন সামুদ্রিক শৈবাল এবং ঝিনুক চাষীদের মধ্যে ৭ হাজার টাকা বিতরণ করবে।

এ ছাড়াও সংস্থাটির পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের ১০০টি ঘর পুনর্নির্মাণে সহায়তা করা হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন