শমরিতা হাসপাতালে কোভিড-১৯ ইউনিট চালু

  03-07-2020 06:48PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছে এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ। গত ১ জুলাই থেকে রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির করোনা ইউনিটের উদ্বোধন করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্তদের হাসপাতালে স্বয়ংসম্পূর্ণ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্বাস্থ্য সেবা প্রদানের সুবিধা রয়েছে। সেখানে তাদের জন্য রয়েছে ভেন্টিলেশনের সুব্যবস্থা।

শমরিতার আইসিইউ প্রধান ডা. তারিক রেজার তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের দ্বারা কোভিড-১৯ চিকিৎসা সেবা পরিচালিত হচ্ছে।

এছাড়াও রোগীদের সেবায় সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছেন হাসপাতালের দক্ষ আইসিইউ মেডিকেল অফিসারগণ।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন