করোনায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত চিকিৎসক মুন্তাকিম চৌধুরীর

  04-07-2020 04:08PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. কেএম মুন্তাকিম চৌধুরী।

শনিবার সকাল ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডা. মুন্তাকিম ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম-সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এফডিএসআরের হিসাব অনুযায়ী, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৬০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আটজন চিকিৎসক।

সরকারি হিসাব অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত দেশে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৯৯৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন