সিঙ্গাপুর থেকে ফিরলেন লকডাউনে আটকে পড়া ১৬২ বাংলাদেশি

  08-07-2020 03:41AM

পিএনএস ডেস্ক : করোনা পরিস্থিতিতে সিঙ্গাপুরে আটকে পড়া ১৬২ বাংলাদেশি দেশে ফিরেছেন।

মঙ্গলবার রাত ৭টা ৩৫ মিনিটে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে ১৬২ যাত্রী নিয়ে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি উড্ডয়ন করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, সিঙ্গাপুর থেকে ফেরা এ যাত্রীদের প্রত্যেকেই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন। এ কারণে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন