ট্রেনের অগ্রিম টিকিটের টাকা ফেরত দেবে বাংলাদেশ রেলওয়ে

  10-07-2020 03:54PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসের কারণে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত অগ্রিম বিক্রি হওয়া ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেবে বাংলাদেশ রেলওয়ে।

আজ শুক্রবার রিফান্ড সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে রেল কর্তৃপক্ষ।

এতে বলা হয়, টিকিটের টাকার রিফান্ড আবেদন করা আজ যাবে ১০ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই আবেদন করা যাবে স্টেশন মাস্টারের কার্যালয়ে। টাকা ফেরত পেতে উপযুক্ত প্রমাণ হিসেবে ক্রয়কৃত টিকিটের মূলকপি, অনলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রিন্টেড কপি, এনআইডির সত্যায়িত কপিসহ নিজ নিজ স্টেশন মাস্টারের মাধ্যমে সিসিএম পূর্বচট্টগ্রাম বরাবর আবেদন করতে হবে।

উল্লেখ্য, গত ২৪ মার্চ সন্ধ্যার পর থেকে পরবর্তী ১০দিনের জন্য যারা অগ্রিম টিকিট নিয়েছিলেন তাদের টিকিটের বিপরীতে টাকা ফেরত দিচ্ছে রেল কর্তৃপক্ষ।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন