১১৩ স্থাপনায় এডিসের লার্ভা, সোয়া দুই লাখ টাকা জরিমানা

  11-07-2020 06:08PM

পিএনএস ডেস্ক: এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিরুনি অভিযানের সপ্তম দিনে ১১৩টি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া গেছে। সেখানের প্রায় ১৪টি মামলায় প্রায় সোয়া দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ডিএনসিসি ১৩ হাজার ৪৯১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে। মোট ১১৩টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৮৩০টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময়ে ১৪টি মামলায় মোট ২ লাখ ১৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে, ৪ জুলাই দশ দিনব্যাপী শুরু হওয়া চিরুনি অভিযানে আজ পর্যন্ত মোট ৯২ হাজার ৯৩১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৬৭৭টিতে এডিসের লার্ভা এবং ৫৫ হাজার ৯৬৫টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ ৭ দিনে ১২২টি মামলায় মোট ১৬ লক্ষ ১৬ হাজার ১১০ টাকা জরিমানা আদায় করা হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন