১২ হাজার পুলিশ করোনা আক্রান্ত

  13-07-2020 09:31PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ পুলিশে করোনাভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে। তবে আক্রান্তের মধ্যে করোনাকে হটিয়ে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন নয় হাজারের বেশি পুলিশ সদস্য।

আজ সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, আজ সোমবার পর্যন্ত পুলিশের ১২ হাজার ৭৮০ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ১৯০ জন পুলিশ সদস্য।

পুলিশ সূত্রে আরও জানা যায়, আজ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫০ জন পুলিশ সদস্য। আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের ২ হাজার ৪৪৪ জন রয়েছেন।


সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজও মারা গেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান।

২২ তম বিসিএস পুলিশ ব্যাচের এই কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জুনের ২৮ তারিখে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

পুলিশ সদর দপ্তর জানায়, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশনায় করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে আইজিপির নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন