প্রথমে ৫০টি অনলাইন গণমাধ্যমের নিবন্ধন দেয়া হবে: তথ্যমন্ত্রী

  30-07-2020 02:51PM

পিএনএস ডেস্ক: দেশের ৫০টি অনলাইন গণমাধ্যমকে প্রথমে নিবন্ধন দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, বিভিন্ন তথ্যের ভিত্তিতে দেশের ৫০টি অনলাইন গণমাধ্যমকে প্রথমে নিবন্ধন দেয়া হবে। ঈদের পর এসব অনলাইন গণমাধ্যম ফি জমা দেয়াসহ প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন নিতে পারবে।

তিনি আরো জানান, যেসব অনলাইন গণমাধ্যমের ব্যাপারে নেতিবাচক রিপোর্ট পাওয়া গেছে তাদের নিবন্ধন না দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

অপসাংবাদিকতা রোধে সব অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনতে ২০১৫ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় বেঁধে দিয়েছিলো সরকার। এরপর ওই সময় আরো কয়েক দফা বাড়ানো হয়।

বর্তমানে ১৩৮টি অনলাইন গণমাধ্যমকে অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া হয়েছে। সর্বমোট সারাদেশের প্রায় তিন হাজার গণমাধ্যম অ্যাক্রিডিটেশন কার্ড পেয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন