শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

  01-08-2020 08:47PM

পিএনএস ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে শিমুলিয়া ঘাট এলাকায় এসে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করার পরামর্শ দেন। পরবর্তীতে বিকেল ৬টা থেকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু করা হয়।

উল্লেখ্য, শুক্রবার (৩১ জুলাই) বেলা ২টায় শিমুলিয়া সংলগ্ন কুমারভোগ এলাকায় পদ্মা সেতুর কনকস্ট্রাকশন ইয়ার্ডে ভাঙন শুরু হয়। এতে ফেরি ঘাট আবার ভাঙনের কবলে পড়তে পারে এমন আশঙ্কায় ওইদিন রাত ৮টা থেকে সকল ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডডব্লিউটিসি কর্তৃপক্ষ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন