এ বছরই শুরু হবে মৌলভীবাজার মনু প্রকল্পের কাজ: পানিসম্পদ সচিব

  12-08-2020 10:06PM

পিএনএস ডেস্ক : মৌলভীবাজারের মনু নদীর প্রকল্পটি ইতোমধ্যে প্রধানমন্ত্রী একনেক সভায় অনুমোদন দিয়েছেন এবং প্রকল্প পরিচালকও নিয়োগ দেয়া হয়েছে। এই প্রকল্পের কাজ এ বছরের শেষের দিকে নভেম্বরে না হয় ডিসেম্বরে অবশ্যই কাজ শুরু হবে।

বুধবার দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে মৌলভীবাজার পৌরসভা কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির কর্মসূচির উদ্বোধনকালে একথা বলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

এ সময় কবির বিন আনোয়র আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে সারাদেশে ১০ মিলিয়ন গাছের চারা রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যার ধারাবাহিকতায় সংস্কার করা নদীর পাড়ে গাছের চারা রোপণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমেদ এবং মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান প্রমুখ।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন