প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই ভ্যাকসিন আনার বিষয়ে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

  15-08-2020 06:43PM

পিএনএস ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিনের বিষয়ে বাংলাদেশ যাতে অগ্রধিকার পায় সে বিষয়ে আলোচনা করা হচ্ছে। কিভাবে ভ্যাকসিন আনা যায়; প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার দুপুরে মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়াজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় ও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা প্রশাসক এসএম ফেরদৌস ও পুলিশ সুপার রিফাত রহমান শামীমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা পরিষদের ডাকবাংলোর সামনে মুজিব চত্বরের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীনসহ প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলার শিবালয় ও সিংগাইরে পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন