বিদেশ ফেরত কর্মীদের প্রশিক্ষণ দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

  19-09-2020 08:38PM

পিএনএস ডেস্ক : করোনা সংকটের মধ্যে দেশে ফিরে আসা প্রবাসী কর্মীদের প্রশিক্ষণ ও সনদ দেবে সরকার। শনিবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এ কথা জানান।

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষদের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বিদেশফেরত কর্মীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কোর্স সমূহে জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো (এনটিভিকিউএফ) লেভেল চালু করা হবে। জেলা পর্যায়ে বিদেশ গমনেচ্ছু কর্মীদের যাবতীয় সেবা একই জায়গা থেকে প্রদানের পরিকল্পনা রয়েছে।

ভাষা প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, অধিক পরিমাণে দক্ষ কর্মী বিদেশে পাঠাতে পারলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন সহজ হবে।

বিএমইটির মহাপরিচালক মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এতে উপস্থিত ছিলেন বিএমইটির পরিচালক (প্রশিক্ষণ) ড. এম সাখাওয়াত আলীসহ ৬টি আইএমটি এবং ৬৪ টিটিটিসির অধ্যক্ষ।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন