রেলওয়ের হারানো যৌবন ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা : রেলমন্ত্রী

  25-09-2020 05:00PM

পিএনএস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় রেলওয়ে তার হারানো যৌবন ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলায় স্থাপিত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ‘মধুমতি সাইট ক্যাম্প’ এ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। পরে মন্ত্রী পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

রেলমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐকান্তিক প্রচেষ্টায় রেলপথ মন্ত্রণালয় গঠন করে নতুন নতুন প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে রেলওয়ের হারানো যৌবন ফিরিয়ে এনেছেন। বিগত সময়ে রেলওয়েকে ধ্বংস করে সংকুচিত করে ফেলা হয়েছিল। দীর্ঘদিন এ খাতটির কোনো সম্প্রসারণ হয়নি।’

তিনি বলেন, ‘রেলক্রসিংগুলোর জন্য নিরবচ্ছিন্ন রেল যোগাযোগ পরিচালনায় বিঘ্নিত হয়। যার জন্য ‘‘আন্ডার পাসিং বা ওভার পাসিং’’ সিস্টেম গড়ে তুলে রেলক্রসিং তুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন-রেলপথ মন্ত্রালয়ের সচিব মো. সেলিম রেজা, মহাপরিচালক মো. শামছুজ্জামান, প্রকল্পের কনসাল্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার (সিএসসি, পিবিআরএলপি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল ইসলাম, প্রধান প্রকৌশলী নাজনীন আরা কেয়া (বিআর,পিবিআরএলপি), নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএমসহ (বার) প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন