রিজার্ভ চুরি: বাংলাদেশ ব্যাংকের মামলার নোটিশ পেয়েছে সেই ক্যাসিনো

  25-09-2020 10:30PM

পিএনএস ডেস্ক : ফিলিপাইনের বিতর্কিত ক্যাসিনো অপারেটর ব্লুমবেরি রিসোর্ট বাংলাদেশ ব্যাংকের করা নতুন মামলার নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছে।

গত মার্চে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টে মামলা খারিজ হওয়ার পর বাংলাদেশ ব্যাংক মে মাসের শেষ দিকে নিউইয়র্ক স্টেট কোর্টের মাধ্যমে নতুন করে ১৭ প্রতিষ্ঠান এবং ব্যক্তির বিরুদ্ধে মামলা করে। এরপর জুনের প্রথম সপ্তাহে ব্লুমবেরি দাবি করে, তারা মামলার বিষয়ে অবহিত হলেও কোনো ধরনের নোটিশ যায়নি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয় চার বছর আগে। তার ৫৬১ কোটি টাকা এখনো ফেরত আসেনি। চুরি যাওয়া অর্থের বড় একটি অংশ এই ক্যাসিনোতে বিনিয়োগ করা হয়। মার্চে মামলা খারিজ হওয়ায় সেই অর্থ ফেরত আসার সম্ভাবনা অনেকটা ফিকে হয়ে যায়। এখন নতুন মামলায় আবার আশা জাগছে।

সোলেয়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর মালিকানাধীন ব্লুমবেরি রিসোর্টের বরাত দিয়ে ইনসাইড এশিয়ান গেমিং জানিয়েছে, প্রতিষ্ঠানটি গত বুধবার মেইলের মাধ্যমে নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই নোটিশে অর্থ ফেরত দেয়ার দাবি করা হয়েছে।

ব্লুমবার্গ বলছে, তারা এই অভিযোগ থেকে নিজেদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন