করোনায় মারা গেলেন বৈজ্ঞানিক কর্মকর্তা

  30-09-2020 10:45PM

পিএনএস ডেস্ক : বগুড়া মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ গোলাম মওলা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বুধবার সকালে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

টিএমএসএস হাসপাতালের মুখপাত্র আবদুর রহিম বলেন, গত ১৪ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গোলাম মওলা। তিনি হৃদরোগজনিত সমস্যাতেও ভুগছিলেন।

ধুনট উপজেলার কৃষি কর্মকর্তা মসিদুল ইসলাম বলেন, বগুড়া অঞ্চলে কৃষিবিদদের সকল কর্মকাণ্ডে গোলাম মওলা ছিলেন অত্যন্ত সক্রিয়। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক এবং সফল বৈজ্ঞানিক কর্মকর্তা। এ অঞ্চলে কৃষির উন্নয়নে তার অবিস্মরণীয় ভূমিকা ছিল।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন