সিনিয়র সচিব হলেন মাসুদ বিন মোমেন

  15-10-2020 11:24PM

পিএনএস ডেস্ক : পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে গত বছরের ৩১ ডিসেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পান মাসুদ বিন মোমেন। ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৯ জানুয়ারি সিনিয়র সচিব পদ চালু করে সরকার। মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের পরেই সিনিয়র সচিবদের অবস্থান।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন