ঢাকা-৫ উপ-নির্বাচন : সাড়ে ১২টা পর্যন্ত একটি বুথে শূন্য ভোট

  17-10-2020 01:16PM


পিএনএস ডেস্ক: ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলছে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টায় এই ভোট শুরু হয়। তবে অধিকাংশ ভোট কেন্দ্রে নেই ভোটারের উপস্থিতি। বেলা সাড়ে ১২টার পর্যন্ত যাত্রাবাড়ী বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে কোনো ভোট পড়েনি।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের কোনো ভোটারের উপস্থিতি নেই। তবে কেন্দ্রগুলোর বাহিরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নেতাকর্মীদের ভিড় দেখা যায়।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড নিয়ে এ আসন গঠিত।

উপ-নির্বাচনে ভোটকেন্দ্র ১৮৭টি, ভোটকক্ষ ৮৬৪টি। এই আসনে ভোটার ৪,৭১,১২৯ জন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন