বাল্যবিয়েমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সচেতনতার বিকল্প নেই: স্পিকার

  20-10-2020 10:45PM

পিএনএস ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্যবিয়েমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সচেতনতার কোনো বিকল্প নেই।এক্ষেত্রে কিশোরীদের সচেতনতা বেশি জরুরি।

'সুস্থ কিশোরী, নিরাপদ আগামী' স্লোগান নিয়ে মঙ্গলবার পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত প্রজনন স্বাস্থ্যশিক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে 'কন্যারত্ন' ক্যাম্পেইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিহা কবীরের সঞ্চালনায় এতে অতিথি বক্তা ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। এছাড়া বিশেষজ্ঞ বক্তা ছিলেন খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা এবং ইউএনএফপিএর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. অসা টার্কেলসন।

শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, মেয়েদের শিক্ষা ব্যবস্থা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী অনেক উদ্যোগ নিয়েছেন। বিনামূল্যে শিক্ষাসহ নিয়মিত বৃত্তি পাচ্ছেন তারা। মেয়েরা এখন আসলেই 'কন্যারত্ন'। তারা দেশের সম্পদ।

জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন বলেন, মুজিববর্ষের ১৭ আগস্টকে সামনে রেখে জেলার পাঁচ উপজেলায় ১৭শ' কিশোরী শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। তাদের জেলা প্রশাসনের অ্যাম্বাসাডর (বিশেষ দূত) ঘোষণা করা হয়েছে। তাদের মাধ্যমে দু-একদিন পরপর প্রজনন স্বাস্থ্যশিক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে অনলাইন সচেতনতায় বিশেষ ক্যাম্পেইন চালানো হচ্ছে। এতে অনেক বিশেষজ্ঞ অংশ নিয়েছেন।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন