দুর্গাপূজাতে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই: ডিএমপি কমিশনার

  24-10-2020 07:43PM

পিএনএস ডেস্ক : এবারের দুর্গাপূজাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন,পুলিশি টহল বৃদ্ধির মাধ্যমে পূজামণ্ডপ ও মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। স্বতঃস্ফুর্তভাবে নিরাপত্তার মধ্যদিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গাপূজা উদযাপন করছেন। আমরা হিন্দু ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি তারা আমাদের নিরাপত্তায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের সাথে মূল জনগোষ্ঠীর কোনো সম্পৃক্ততা নেই। গুজবের কোনো ভিত্তি নেই।

এর আগে ঢাকেশ্বরী মন্দিরের আগত ভক্তদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, করোনার কারণে আমাদের প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান সীমিত আকারে করা হচ্ছে। পরিবারের বয়োজেষ্ঠ্য সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে পূজামণ্ডপগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখবেন।

ডিএমপি কমিশনার সিদ্ধেশ্বরী কালী মন্দির, রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ, ঢাকেশ্বরী মন্দির পূজামণ্ডপসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন