রাজধানীতে হঠাৎ এক পশলা বৃষ্টি

  20-11-2020 05:30PM

পিএনএস ডেস্ক: সকাল থেকেই ছিলো আকাশ মেঘলা। এরই মাঝে দুপুরের পর হঠাৎ রাজধানীর বুকে এক পশলা বৃষ্টি। প্রায় আধাঘণ্টা ব্যাপী বৃষ্টিতে শীতল হয়েছে প্রকৃতি। বৃষ্টির কারণে নগরীর শীতের ধুলিধুসরিত ভাব কমে আসে।

আবহাওয়াবিদের ধারণা, এই বৃষ্টির পরেই জেকে বসতে পারে শীত। দিনে ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে, রাজধানীর আকাশ অস্থায়ীভাবে মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকার কথা বলা হয়েছে। তবে বৃষ্টির পরই রাজধানীতে শীত কিছুটা বেড়েছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় রাস্তায় যান চলাচল কম দেখা গেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন