ঘূর্ণিঝড় নিভার ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে

  27-11-2020 05:16PM

পিএনএস ডেস্ক: ঘূর্ণিঝড় ‘নিভার’ ক্রমশ দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে ভারতের দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো দুর্বল হয়ে পড়বে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে এবং সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৯ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২৩ মিনিটে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরো কমতে পারে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন