পিএনএস: করোনা উপসর্গ নিয়ে পিএনএস নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাবেক প্রধান বার্তা সম্পাদক কামাল পাশা (দোজা) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পিএনএস নিউজ পরিবার।
সোমবার (৩০ নভেম্বর) বিকাল ৪.৪০ মিনিটে রাজধানীর মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জ্যেষ্ঠ এই সাংবাদিক। দক্ষিণ বনশ্রীতে বাদ এশা তার জানাজার নামাজের পর দক্ষিণ বনশ্রীর কবরস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে কামাল পাশা দোজার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ কর্মজীবনে দৈনিক ডেসটিনি, ষাটের দশকের পত্রিকা ‘দৈনিক মিল্লাত’, পিএনএস সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন তিনি। সাংবাদিকদের নিয়ে সংগঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সদস্য হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছিলেন। এছাড়া জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করেছিলেন তিনি।
পিএনএস/এএ
করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন সিনিয়র সাংবাদিক কামাল পাশা দোজা, পিএনএস’র শোক প্রকাশ
