ডাকের ডিজির দেশত্যাগে নিষেধাজ্ঞা

  01-12-2020 09:43PM

পিএনএস ডেস্ক : বাধ্যতামূলক ছুটিতে যাওয়া ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার এ ব্যাপারে আদেশ জারি করা হয়েছে।

এর আগে বিভিন্ন অভিযোগে সুধাংশু শেখর ভদ্রকে গেল ১১ নভেম্বর থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

তারও আগে ‘শত কোটি টাকা আত্মসাতের’ অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সুধাংশু শেখর ভদ্রকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

এছাড়া করোনা পজিটিভ হওয়ার পরও গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেও সমালোচনার মুখে পড়েন সুধাংশু শেখর ভদ্র। গত ১৪ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, ডেটা কার্ড উন্মোচনের উদ্বোধনী কাজে গণভবনে যান তিনি। ওই দিনও তিনি করোনা পজিটিভ ছিলেন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন