করোনায় ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৮৮

  05-12-2020 04:17PM

পিএনএস ডেস্ক:দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৮৮ জন। শনিবার বিকেলে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কোভিড-১৯ পরিস্থিতির সবশেষ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৮৮৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৮৮৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনকে নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৮০৭ জনে দাঁড়াল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গেল ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৪৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯৪ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭০ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৬৭ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।



পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন