এবার ঢাকা দক্ষিণের সব ওয়ার্ডে সমন্বিত সাকরাইন উৎসব: তাপস

  12-01-2021 05:42PM

পিএনএস ডেস্ক : এবছর প্রথমবারের মতো দক্ষিণ সিটি করপোরেশনের সব ওয়ার্ড মিলে সমন্বিতভাবে সাকরাইন (ঘুড়ি উৎসব) উৎসব অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ঐতিহ্যের সুন্দর, সচল, সুশাসিত ও উন্নত ঢাকা গড়ে তোলার রূপরেখা আমরা দিয়েছি, তারই আলোকে এবার পৌষ সংক্রান্তিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রথমবারের মতো কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে সমন্বিতভাবে পৌষ সাকরাইন তথা ঘুড়ি উৎসব আয়োজন করতে যাচ্ছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এই আয়োজন পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ ও তা ফিরিয়ে আনতে একটি মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।

তিনি জানান, বৃহস্পতিবার একযোগে ৭৫টি ওয়ার্ডে দুপুর ২টা থেকে শুরু হয়ে এ উৎসব চলবে রাত ৮টা পর্যন্ত।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রত্যেক কাউন্সিলরের মাধ্যমে ঘুড়ি উৎসব ছড়িয়ে দেওয়া হবে জানিয়ে মেয়র তাপস বলেন, উৎসবে আমরা কাউন্সিলরদের কাছে ১০০ করে মোট ১০ হাজার ঘুড়ি সরবরাহ করব এবং সেসব ঘুড়ি আগ্রহী লোকজনের মাঝে বিতরণ করা হবে।

তিনি বলেন, তারপরও কেউ বাদ পড়লে সংশ্লিষ্ট আগ্রহী ব্যক্তি বা ব্যক্তিবর্গ নিজ বাড়ির ছাদ থেকে নিজের ঘুড়ি নিয়ে এই উৎসবে অংশ নিতে পারবেন। এই উৎসব সকলের জন্য উন্মুক্ত, সার্বজনীন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন