চসিক নির্বাচনে সহিংসতা করলে কাউকে ছাড় নয়: সিএমপি কমিশনার

  17-01-2021 02:53PM

পিএনএস ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এই নির্বাচন ঘিরে একটি হত্যাকাণ্ড ও নির্বাচনি প্রচারাভিযানে কয়েকটি সংঘাতের ঘটনার প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এই হুঁশিয়ারি দেন।

রোববার (১৭ জানুয়ারি) নগরীর দামপাড়ার নগর পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং-এ সিএমপি কমিশনার এ কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, ‘চসিক নির্বাচনকে ঘিরে কাউকে সহিংসতা করতে দেওয়া হবে না। আমরা নির্বাচনি প্রচার-প্রচারণা নিয়ন্ত্রণ করছি না, কিন্তু কেউ সহিংসতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

চট্টগ্রামে বৈধ অস্ত্র সহিংসতা ব্যবহার প্রসেঙ্গ এক প্রশ্নের উত্তরে সিএমপি কমিশনার বলেন, ‘চট্টগ্রামে বিভিন্ন ব্যক্তিদের কাছে বৈধ অস্ত্রের সংখ্যা ২৪৭৭টি। চট্টগ্রামে নির্বাচনি সহিংসতায় বৈধ অস্ত্র ব্যবহার হয়েছে কি-না তা অস্ত্র উদ্ধারের পর জানা যাবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বৈধ অস্ত্র জমা নেওয়া হবে।’

পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর আরও বলেন, ‘চসিক নির্বাচনে কমপেক্ষ ৯ হাজার পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এর সঙ্গে বিশেষায়িত সোয়াত টিম, গোয়েন্দা পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিট একই সাথে কাজ করবে।’

নির্বচনকে ঘিরে নগরীতে চেক পোস্ট তিনগুণ বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে চলছে ব্লক রেইড। চট্টগ্রামের বাইরের কেউ অসৎ উদ্দেশ্যে চট্টগ্রাম নগরীতে অবস্থান করছে কি-না তা নজরদারি করা হয়েছে। নগরীর ৪টি প্রবেশদ্বারেও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন