ফেব্রুয়ারিতে দেশে ফিরছেন ড. বিজন শীল

  22-01-2021 06:36PM

পিএনএস ডেস্ক: সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে বাংলাদেশ ফিরবেন করোনাভাইরাস ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট কিট’ উদ্ভাবক ড. বিজন কুমার শীল। গণস্বাস্থ্য কেন্দ্রের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, ড. বিজন কুমার শীল বাংলাদেশে কাজ করার অনুমতি পেয়েছেন। এজন্য তিনি সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনে ভিসার জন্য যোগাযোগ করেছেন। আর সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে দেশে আসবেন।

সূত্রটি আরো জানায়, বিজন কুমার শীলকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বাংলাদেশে কাজ করার অনুমতি দিয়েছে। গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে আগামী দুই বছরের জন্য কাজ করার অনুমতি পেয়েছেন তিনি।

এদিকে ড. বিজন এর করোনার উদ্ভাবিত কিট এখনো অনুমোদন পায়নি। তবে সম্প্রতি এই কিট নিয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক অবস্থান দেখা গেছে।

গত ২০ সেপ্টেম্বর বিজন কুমার শীল সিঙ্গাপুরে চলে যান। কারণ ড. বিজন এর বাংলাদেশে কাজের মেয়াদ ওই সময় শেষ হয়ে যায়।

বিজন কুমার শীল ২০০৩ সালে সিঙ্গাপুরে সার্স ভাইরাসের কিটের উদ্ভাবন করে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেন। ড. বিজন নাটোরের কৃষক পরিবারের সন্তান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন