কারাগারে নারীসঙ্গ জঘন্য কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী

  23-01-2021 03:58PM


পিএনএস ডেস্ক: নিয়ম ভেঙে গাজীপুরের কাশিমপুর কারাগারের ভিতরে নারীর সঙ্গে হলমার্ক কেলেঙ্কারিতে কারাবন্দী তুষারের দীর্ঘ সময় কাটানোর ঘটনায় ডেপুটি জেল সুপার মোহাম্মদ সাকলাইনসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত মহাকারাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কারাগারে হলমার্ক জিএমের নারীসঙ্গ জঘন্য কাজ বলে উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি জঘন্য কাজ। কারাগারে এসব নিষিদ্ধ। এর পেছনে যারা দায়ী প্রাথমিকভাবে তাদের সকলকে প্রত্যাহার করতে বলা হয়েছে।’

আজ শনিবার দুপুরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এ ঘটনায় মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করতে বলা হয়েছে। কমিটির দেওয়া প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এটি জঘন্যতম অপরাধ। সব কারাগারের জন্য এটি সতর্ক বার্তা। যারাই এর সঙ্গে জড়িত থাকবে, তারাই শাস্তির আওতায় আসবে।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন