পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

  24-01-2021 12:16PM

পিএনএস ডেস্ক:প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিলো। তবে সকাল ১০টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি আরো বলেন, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার কারণে যে সব ফেরি মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে ছিলো ওই ফেরি গুলো তীরে এসে পৌঁছেছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরি যানবাহন পারাপারের কাজে নিয়োজিত আছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন