শ্লীলতাহানির ভিডিও ছড়ানোর অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার

  25-01-2021 09:20PM

পিএনএস ডেস্ক : রাজধানীতে তরুণীর শ্লীলতাহানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শিক্ষার্থীর নাম রাফিদ সাদমান (২৫)। তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাকে গ্রেফতারের পর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, আজ সোমবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এক ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে মামলা করেন। এতে সাউথ ইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী রাফিদ সাদমানকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, রাফিদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে তারা দেখাও করেন। এরপর ৩০ অক্টোবর রাত ৯টার দিকে কৌশলে তরুণীকে বাসায় ডেকে নেন ওই শিক্ষার্থী। সেখানে কোমল পানীয়ের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য পান করান। এতে তরুণী অচেতন হয়ে পড়েন। এরপর তরুণীকে নগ্ন করে ভিডিও ধারণ করেন রাফিদ। পরে তরুণীর জ্ঞান ফিরলে তাকে ওই ভিডিও দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ ছাড়া কাউকে কিছু না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে পরদিন সকালে তাকে ছেড়ে দেন।

এরপর তার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করানোর ভয় দেখিয়ে প্রায়ই ধর্ষণ করেন রাফিদ। দিনে দিনে তিনি বেপরোয়া হয়ে উঠলে ওই তরুণী তার মাকে বিষয়টি জানান। পরে রাফিদ ওই তরুণীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি নানাভাবে মীমাংসা করতে ব্যর্থ হয়ে মামলা করেছেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন